বিপিসি ১৯৭৭ সালের ১লা জানুয়ারী হতে বাণিজ্যিক কার্যক্রম শুরুকরে। এ সময় দেশে জ্বালানী তেলের চাহিদা ছিল ১০/১১ লক্ষমেঃটন। বর্তমানে দেশে জ্বালানী তেলের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০.০০ (ষাট) লক্ষমেঃ টন। জ্বালানী তেলের আমদানী রপ্তানী এবং দেশের অভ্যন্তরে সুষ্ঠুভাবে ও নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব বিপিসি’র। উক্ত দায়িত্বের অংশ হিসেবে বিপিসি নিম্নে বর্ণিত বিষয়ের উপর বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়নে উদ্যোগ গ্রহণ করেছেঃ
Ø জেটি নির্মাণ
Ø পাইপ লাইন নির্মাণ
Ø স্টোরেজ ট্যাংক নির্মাণ
Ø ডিপো সংশ্লিষ্ট ভবন নির্মাণ
Ø ডিপো সংশ্লিষ্ট ফ্যাসিলিটিজ নির্মাণ
Ø বিভিন্ন সময়ে রিফাইনারীর প্রয়োজনীয় সংস্কার
Ø আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস